#দেশের খবর

করোনায় সাবেক আইন সচিব জহিরুল হকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আইন ও বিচার বিভাগের অবসরপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মুহম্মদ জহিরুল হক (দুলাল)।

বুধবার রাত ১১টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৭ জুলাই তাকে লাইফ সাপোর্টে (ভেন্টিলেশন) নেওয়া হয়।

তিনি আইন সচিব হিসেবে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন শুরু করেন। এরপর ২০১৭ সালের আগস্ট মাসে অবসরে গেলে সরকার তাকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেন। দুই বছর চুক্তিভিত্তিক দায়িত্ব পালন শেষ করে পুরোপুরি অবসরে যান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *