#দেশের খবর

এবারের একুশে বই মেলা না হওয়ার সম্ভাবনা।

করোনা মহামারীর মধ্যেই কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, শপিংমল, সিনেমা হল, বিনোদনকেন্দ্র সব খুলে রাখার পাশাপাশি চলছে সভা-সমাবেশ। কিন্তু জাতীয় চেতনার ধারক ‘অমর একুশে গ্রন্থমেলা’ স্থগিত করে ভার্চুয়ালি এ মেলা করার প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন লেখক, প্রকাশক ও গ্রন্থজগতের দায়িত্বশীলরা। তারা বলছেন, ভার্চুয়ালি নয়, একচুয়ালি বইমেলা চাই আমরা। করোনার কারণ দেখিয়ে আসন্ন অমর একুশে বইমেলা স্থগিত করার প্রস্তাব করেছে বাংলা একাডেমি। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে।

অন্যদিকে করোনা ভাইরাসের কারণে প্রকাশনা খাতে ২০০ থেকে ২৫০ কোটি টাকার মতো আর্থিক ক্ষতির ধাক্কা পড়তে পারে বলে মনে করছেন প্রকাশনা ব্যবসায়ের নেতারা। তারা বলছেন, করোনায় দীর্ঘ সময় বাংলাবাজার, আজিজ মার্কেট, কাঁটাবন, নীলক্ষেতসহ দেশের বিভিন্ন এলাকায় বইয়ের ব্যবসা বন্ধ থাকায় এবং গত অমর একুশে গ্রন্থমেলার পর পরই দেশে করোনা শনাক্ত হওয়ার কারণে গ্রন্থ-প্রকাশনা খাতে ক্ষতির প্রভাব পড়েছে অনেক বেশি।

দায়িত্বশীলরা বলছেন, ব্যবসাহীন এই পরিস্থিতি আরও দীর্ঘায়িত হলে তাদের কার্যক্রম গুটিয়ে নিতে হবে, বিশেষ করে স্বল্পপুঁজির ও মৌসুমী গ্রন্থ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবেন সবচেয়ে বেশি। একই সঙ্গে বই বিক্রি বন্ধ থাকায় কর্মচারীদের বেতন দিতে হচ্ছে সঞ্চিত অর্থ থেকে। গ্রন্থশিল্প রক্ষায় প্রকাশকরা এখন সরকারের প্রণোদনা আর আর্থিক অনুদানের দিকে তাকিয়ে আছেন।

জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি এবং সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদ বলেন, আমরা রবিবার বেলা ১১টায় বাংলা একাডেমির মহাপরিচালকের অফিসে যাব। গ্রন্থমেলা স্থগিতের বিষয়ে কী প্রক্রিয়ায় সিদ্ধান্ত হলো তা জানতে চাইব। তিনি বলেন, অমর একুশে গ্রন্থমেলা একটি জাতীয় বিষয়। এ ব্যাপারে বাংলা একাডেমি এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না। বইমেলা পরিচালনা কমিটি আছে। তাদের কোনো মিটিং হয়নি। হয়নি বলছি এই জন্য- আমি সেই কমিটির একজন সদস্য। এ বিষয়ে আমরা কিছু জানি না।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে করোনা পরিস্থিতিতে বইমেলা না করার জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় তা হলে সেটা কার্যকর হবে। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে আমরা এই প্রস্তাবনা পাঠিয়েছি। বইমেলা নিয়ে বিস্তারিত বিষয়ে আমরা দু-তিন দিনের মধ্যে জানাতে পারব বলে আশা করি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *