আরমানিটোলায় রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড।
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় রাসায়নিক দ্রব্যের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরো অন্তত ৩০ জন। হাসপাতালের আইসিইউতে আছেন আরও চারজন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত সোয়া ৩টার দিকে হাজী মুসা ম্যানশন নামের একটি ভবনের নিচতলায় এই অগ্নিকান্ড ঘটে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় গতকাল শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করেছে ফায়ার সার্ভিস।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবি আই) কর্মকর্তারা। তারা ঘটনাস্থলে আশেপাশের এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সংস্থাটির কর্মকর্তারা জানান, আগুনের সূত্রপাত কেমিক্যাল গোডাউন থেকে হতে পারে। এসব দোকানে কেমিক্যাল বিক্রি হতো। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার জানান, গতকাল সকাল ১১টার দিকে আরও দুজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, পাঁচতলার মেঝেতে দুজনের লাশ পাওয়া যায়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মাহফুজ রিভেন বলেন, নিহতের মধ্যে একজন সুমাইয়া আক্তার (২২) বলে জানা যায়, আরেকজন নিরাপত্তাকর্মী। এনিয়ে এই ঘটনায় এক নারীসহ চারজনের মৃত্যু হলো।
অগ্নিদগ্ধ ২১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন। বাকি ১৬ জন বিভিন্ন ওয়ার্ডে ভর্তি।





