আওয়ামী লীগ নেতা টিপু হত্যাকারী গ্রেফতার।
রাজধানীর শাজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যার ঘটনায় শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, গ্রেফতারকৃত মাসুম ভাড়াটিয়া একজন শুটার। টিপুকে সরাসরি গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। হত্যাকাণ্ডের পর শুটার মাসুম সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করে। জোড়া খুনের সাথে জড়িত মাসুমের সহযোগীসহ অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওই সহযোগী খুনের সময় শুটার মাসুমকে মটরসাইকেলে পালাতে সহযোগিতা করে। রাজধানীর গোড়ান এলাকায় মাসুমের ডিস ব্যবসা আছে। মাসুম মোহাম্মদপুর আর্ট কলেজ থেকে গ্রাফিক ডিজাইনে পড়াশোনা শেষ করে। মাসুম গোড়ান এলাকায় স্থানীয় ছাত্রলীগের সঙ্গেও জড়িত ছিলো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শুটার মাসুম বলেছে, আমার টার্গেট ছিল টিপুকে হত্যা করা। তাই আমি অস্ত্রের ট্রিগার চেপে রেখেছিলাম। একাধারে গুলি বের হচ্ছিল। প্রীতিকে টার্গেট করে গুলি করিনি। প্রীতির শরীরে যে গুলি লেগেছে সেটা আমি জানতাম না। হত্যার পরেরদিন টিভি দেখে জেনেছি। তাকে আমি গুলি করতেও চাইনি। আমার টার্গেট ছিল কেবল টিপু। গতকাল রোববার দুপুরে মাসুমকে গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করে ডিবি। তবে গণমাধ্যমের সামনে কিছু বলেনি মাসুম। গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাসুম গ্রেফতারসহ বিস্তারিত তথ্য তুলে ধরেন ডিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।





