#দেশের খবর

অমানবিক : কোরোনা রোগীর বিল ৭ লক্ষ টাকা, লাশ দিলো উলঙ্গ করে !

বাংলাদেশের নামি দামি হাসপাতালগুলির অমানবিক কর্মকাণ্ড প্রায়ই খবরের কারন। কখনো বা ৩০মিনিটের অক্সিজেনের বিল হয় ৮৬ হাজার আবার লাশ কে জীবিত বলে রেখে বিল করে ১৪ লক্ষ !

ঠিক তেমনি আরেকটি খবর ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের দুনিয়ায়। ঘটনাটি ঘটেছে ঢাকার আনোয়ার খান মেডিকেল হাসপাতালে। কাজী রিয়াজ রহমান আসিফ নামে এক ভুক্তভোগীর ভাইরাল হওয়া স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন উনার নিকট আত্মীয় আনোয়ার খান মেডিকেল হাসপাতালে কোরোনায় মারা গেলে, কোরোনা চিকিৎসা বাবদ ৭ লক্ষ টাকা পরিশোধ করার পর লাশ দেয়ার সময় লাশ কে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় তাদের কাছে হস্তান্তর করে। এ সম্পর্কে ভুক্তভোগীরা কর্তৃপক্ষ কে প্রশ্ন করেন, আমরা ৭লক্ষ টাকা বিল পরিশোধ করলাম আর আপনারা লাশের উপর একটা ১০০ টাকার কাপড় ও দিতে পারলেন না ? হাসপাতাল কর্তৃপক্ষ বলে, এটা তাদের সিস্টেমে নাই !

একটা প্রতিষ্ঠান কতোটা মূল্যবোধহীন ও অমানবিক হলে পরে,এ ধরনের কাজ করতে পারে এটাই সর্ব মহলের প্রশ্ন ?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *