#দেশের খবর

অনলাইন ক্লাসে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি

অনলাইনে কোনো অবস্থাতেই ৪০-৪৫ মিনিটের বেশি সময় ক্লাস নেয়া যাবে না বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দীর্ঘক্ষণ ছোট স্কিনে থাকার ফলে, চোখ, কান, ঘাড়, মাথাসহ মানসিক নানা সমস্যা দেখা দিতে পারে। সেজন্য একটা ক্লাসের পর আধাঘণ্টা ব্রেক দিতে হবে। এ পাঠদান কার্যক্রম সবাই যথাযথ অংশগ্রহণ করতে পারছে না বলে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের বৈষম্য তৈরি হচ্ছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো সচেতন হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফরোজা হোসেন, জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটের চিকিৎসক ডা. মাহবুব আলম এই মতামত দিয়েছেন।

তারা আরও বলেছেন, আমাদের সমাজে এখনো এই বিষয়ে কোনো জনসচেতনা নেই। সরকার কিংবা শিক্ষা প্রীতিষ্ঠান গুলোতে নেই কোনো পরিকল্পনা। তাই এ বিষয়ে অভিভাবদের এখনই দায়িত্ব নিয়ে সচেতন হতে হবে। অন্যথায় শিশুদের বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক উপসর্গ দেখা দিতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *