#দেশের খবর

হৃদযন্ত্রে সমস্যা নিয়ে খালেদা জিয়ার হাসপাতালে।

হৃদযন্ত্রে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে তার জন্যে গঠিত মেডিকেল বোর্ড এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার দুপুরে মেডিকেলে বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘ম্যাডামের একুয়েট করোনারি হার্ট অ্যাটাক হয়েছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন যে অতি দ্রুত তার হৃদযন্ত্রে এনজিওগ্রাম করার। একই সঙ্গে মেডিকেল বোর্ড ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণে পরিবারের সদস্যদের ব্যবস্থা নিতে বলেছেন।’

কখন এই এনজিওগ্রাম করা হবে জানতে চাইলে বোর্ডের একজন চিকিৎসক জানান, দুপুর আড়াইটা নাগাদ এনজিওগ্রাম করার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৮ সদস্যের এই মেডিকেল বোর্ডে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিন-উজ জামান ও অধ্যাপক সামস মনোয়ার রয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *