হবিগঞ্জ জেলায় আরও ১১ জনের দেহে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত !
এম হায়দার চৌধুরী, হবিগঞ্জ :: হবিগঞ্জ জেলায় নতুন আরো ১১ জনের দেহে করোনাভাইরাস (কভিড-১৯)শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৬৯ জন। সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল। তিনি জানান, ১৪ ও ১৮ জুলাই হবিগঞ্জ জেলা থেকে আইইডিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের সবাই, হবিগঞ্জ সদর (শায়েস্তাগঞ্জসহ)উপজেলার। সিভিল সার্জন আরো জানান, জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০69 জন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৪৮১ জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের।





