হবিগঞ্জে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত !
এম হায়দার চৌধুরী, হবিগঞ্জ থেকে :: হবিগঞ্জে ছোট ভাই রিংকু মোদকের ছুরিকাঘাতে বড় ভাই পিংকু মোদক (৩২) খুন হয়েছে। রবিবার বিকেলে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত পিংকু মোদক আজমিরীগঞ্জ শহর এলাকার পুকুর পারের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মানিক মোদকের ছেলে। শনিবার রাতেই ঘাতক রিংকু মোদক (২৮) ছুরিসহ পুলিশের হাতে আটক হয়েছে।
সূত্রে জানা যায়, নিহত পিংকু মোদক বানিয়াচংয়ে স্টুডিওর ব্যবসা করে। শনিবার দুপুরে সে হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকায় আসলে ছোটভাই রিংকু মোদককের সাথে সাক্ষাৎ হয়। ঘাতক রিংকু মোদক মানসিক প্রতিবন্ধি ছিল। তাই ছোটভাইকে বাড়ীতে নিয়ে যেতে চাইলে রিংকু মোদক তার কাছে থাকা ছুরি দিয়ে পিংকু মোদককে আঘাত করলে সে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে পিংকু মোদকের মৃত্যু হয়।
এ ব্যাপারে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম জানান, ঘাতক রিংকু মোদককে ছুরিসহ পুলিশের হাতে আটক হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





