সৌদি প্রবাসীদের ভুগান্তির শেষ কোথায় ?
এবার সৌদি আরব গমণেচ্ছুকরা নতুন সংকটে পড়েছেন । টিকেটের অপেক্ষায় গতকাল শনিবারও বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স কাউন্টারে ভিড় করেছেন প্রবাসীরা। তাদের অভিযোগ সরকার কোন সঠিক সংবাদ দিতে পারছে না। প্রতিদিনই নতুন নতুন সংবাদ দিচ্ছেন। এতে করে প্রবাসিরা বিভ্রান্ত হচ্ছেন। ফলে রাস্তা ছাড়ছেন না হতাশাগ্রস্ত প্রবাসিরা।
৩ অক্টোবর টিকেটের জন্য টোকেনধারীরা রাত থেকে অপেক্ষা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর অফিসের সামনে। কুমিল্লা, পাবনা, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে টিকেট সংগ্রহ করতে এসেছেন প্রবাসীরা। তবে যাদের আকামা-ভিসার মেয়াদ বেড়ে এক সপ্তাহ বা স্বল্প সময় রয়েছে তারা এখনও টোকেনই পাননি। কেউ কেউ অভিযোগ করছেন ২৬ ও ২৭শে মার্চ যাদের ফিরতি ফ্লাইট ছিল তাদের ৩ অক্টোবর আসার কথা বলা হলেও টোকেন সংগ্রহের কথা জানানো হয়নি।
এদিকে, সৌদিয়া এয়ারলাইন্স ডি এবং ই সিরিয়ালের ৩০০ জনকে টোকেন দেয়া হচ্ছে। এছাড়া আগের সিরিয়াল নিয়েও যারা টোকেন নিতে পারেননি তাদেরকেও গতকাল দেয়া হচ্ছে টোকেন। ভিসা ও ইমাকার মেয়াদ যাদের শেষ হয়ে যাচ্ছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকেট দেয়া হচ্ছে। অনেকে দীর্ঘ অপেক্ষার পর এইচ সিলিয়ালের টোকেন পেলেও ভিসার মেয়াদ না থাকায় টিকেট পাচ্ছেন না সৌদি প্রবাসীরা।
করোনা ভাইরাসের কারণে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর ঢাকা থেকে বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স সপ্তাহে ১০টি করে মোট ২০টি ফ্লাইট পরিচালনা করছে সৌদি আরবে।
চট্টগ্রামের সন্ধীপ উপজেলার বাসিন্দা মো. শামিম হোসেন। ৩০ সেপ্টেম্বর ছিল তার সৌদি আরব যাওয়ার শেষ তারিখ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে সৌদি কফিলের সঙ্গে কথা বলে ভিসার মেয়াদ বাড়িয়েছেন দুই মাস। কিন্তু এখন বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ টিকেট না দিয়ে টালবাহানা করছে বলে অভিযোগ করছেন তিনি। এতে নতুন করে সংকটে পড়েছেন শামিম হোসেন।
শামিম হোসেন বলেন, গত ডিসেম্বরে সৌদি আরব থেকে দেশে আসি। করোনার কারণে কয়েক বার ভিসার মেয়াদ বাড়ানো হয়। ৩০ সেপ্টেম্বর সর্বশেষ মেয়াদ শেষ হয়ে যায়। এরপর আমি সে দেশের কফিলের সঙ্গে কথা বলে ভিসার মেয়াদ আরও দুই মাস বাড়াই। কিন্তু গত এক সপ্তাহ ধরে চেষ্টা করেও বিমানের টিকেট পাচ্ছি না। সকাল থেকে রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছি। বিমান অফিস থেকে বলা হচ্ছে, আপনার ভিসার মেয়াদ আছে, আপনি পরেও যেতে পারবেন।
আলাউদ্দিন নামের আরেক টিকেট প্রত্যাশী বলেন, আমিও কফিলের মাধ্যমে ভিসার মেয়াদ বাড়িয়েছি। কিন্তু পাঁচ দিন ধরে মতিঝিলে বিমান অফিসের সামনে লাইনে দাঁড়িয়ে এবং কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও টিকিট পাচ্ছি না। তারা বলছেন, আপনার ভিসার মেয়াদ আছে, পরে টিকিট নিলেও হবে।
টিকেট প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রিটার্ন টিকেট, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে কেউ কেউ সৌদি আরবে যেতে পারলেও অনেকে টিকেট পাচ্ছেন না। তারা অভিযোগ করছেন, প্রতিদিন যেসব বিমান সৌদি আরবে যাচ্ছে, সেখানে এক থেকে দেড়শ সিট খালি থাকে। অথচ টিকিট না দিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে বিমান সংশ্লিষ্টরা।
শনিবার মতিঝিলে বাংলাদেশ বিমানের অফিসের সামনে গিয়ে দেখা যায়, অফিসের সামনে এবং ভেতরে প্রবাসীদের উপচে পড়া ভিড়। টিকিট সংগ্রহ করতে ঘণ্টার পর ঘণ্টা ধরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন সৌদি গমণেচ্ছুরা।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত জানিয়েছেন, সৌদিগামীরা যাতে সুশৃঙ্খলভাবে টিকেট কিনতে পারেন, সেজন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।





