#দেশের খবর #সিলেট বিভাগ

সিলেটে আইনজীবীদের দৃষ্টান্ত স্থাপন।

সিলেটের আইনজীবীরা একটি অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলেন। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের মামলায় গ্রেফতার তিন আসামির পক্ষে আদালতে দাঁড়াননি কোনো আইনজীবী। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন আর সাধুবাদে ভাসছেন সিলেটের আইনজীবীরা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দুইজন ও বিকেলে এক আসামিকে সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক মো. সাইফুর রহমান তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের এপিপি অ্যাডভোকেট খোকন কুমার দত্ত জানান, আদালতে জামিন শুনানিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী অংশ নেননি।

এ ব্যাপারে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন বলেন, ঘৃণা প্রকাশের জন্যই স্বপ্রণোদিত হয়ে কোনো আইনজীবী আসামিপক্ষে মামলা চালাতে যাননি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *