#দেশের খবর

রাশিয়ার পক্ষ নেয়ায় চাকরি হারালেন জার্মান নৌ-প্রধান।

ইউক্রেন প্রসঙ্গে রাশিয়ার পক্ষ নিয়ে মন্তব্য করায় পদত্যাগ করতে হয়েছে জার্মান নৌবাহিনীর প্রধান কাই আচিম শোয়েনবাচকে। রাশিয়ার ইউক্রেনকে আক্রমণ করতে চাওয়ার বিষয়টিকে ‘বাজে কথা’ বলে মন্তব্য করে তিনি বলেন, পুতিনকে তার প্রাপ্য সম্মান দেয়াটা কঠিন কিছু নয়।

শুক্রবার ভারতের একটি থিংক-ট্যাংক আলোচনায় এমন মন্ত্যব্য করেন জার্মান নৌপ্রধান। পরে মন্তব্যটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোপের মুখে তিনি পদত্যাগ করেন।

ভিডিওতে দেখা যায় শোয়েনবাচ বলছেন, পুতিনকে পশ্চিমা নেতাদের সমপর্যায়ের হিসেবে মূল্যায়ন করা দরকার। শনিবার শোয়েনবাচ জানান, আরো ক্ষতি এড়াতে তিনি তার পদ থেকে দ্রুত পদত্যাগ করেছেন।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, রাশিয়াকে প্রতিহত করতে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি বেশ ইউক্রেনে অস্ত্র পাঠিয়েছে। কিন্তু দেশটিকে অস্ত্র সহায়তা দিতে অস্বীকৃতি জানায় জার্মানি।

এদিকে যুক্তরাজ্যের অভিযোগ, উইক্রেনের সরকারে একজন মস্কোমন্থী শাসককে বসানোর পায়তারা করছেন পুতিন।

ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। যদিও ইউক্রেনকে আক্রমণ করতে চাওয়ার অভিযোগ বারবার অস্বীকার করে করেছে রাশিয়া।

তবে নিরাপত্তা প্রশ্নে পশ্চিমের কাছে কয়েকটি দাবি জানিয়েছেন দেশটি প্রেসিডেন্ট। এর মধ্যে ইউক্রেনকে সামরিক প্রতিরক্ষা জোট ন্যাটো অন্তর্ভুক্ত না করা অন্যতম। পাশাপাশি পশ্চিম ইউরোপে ন্যাটোর সামরিক মহড়া এবং অস্ত্র পাঠানো বন্ধ করার দাবিও জানান পুতিন। তথ্যসূত্র : বিবিসি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *