#দেশের খবর

রপ্তানি পোশাকের চালানে ৩৯ হাজার পিস ইয়াবা !

তৈরি পোশাকের একটি চালান থেকে ৩৯ হাজার ইয়াবা ধরেছে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টমস এবং এভিয়েশন সিকিউরিটি কর্তৃপক্ষ।

শুক্রবার (১৬ অক্টোবর ) সকালে সোয়েটারের তিনটি কার্টন থেকে ইয়াবাগুলো পাওয়া যায় বলে কাস্টমসের ডেপুটি কমিশনার সানোয়ারুল কবীর জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে সৌদি আরবে আপারিজ ইন্টান্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের পোশাক রপ্তানি করা হচ্ছিল। এসএস ইয়াম অ্যান্ড সমি নামের একটি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ৪৩৯টি কার্টনে এসব পোশাক পাঠাচ্ছিল। ৪৩৯টি কার্টনের তিনটিতে সোয়েটারের পকেটে ইয়াবার প্যাকেটগুলো পাওয়া যায় জানিয়ে তিনি বলেন, গত বৃহস্পতিবার রাত ৯টার পর এগুলো বিমানবন্দরের গুদামে আসে। পরে এভিয়েশন সিকিউরিটি কর্তৃপক্ষের এসব রপ্তানি পণ্যের ব্যাপারে সন্দেহ হলে কাস্টমসের সহায়তায় কার্টনগুলোতে তল্লাশী চালানো হয়। এর মধ্যে তিনটি কার্টনে ইয়াবা পাওয়া যায়।
তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কার্টন থেকে ইয়াবাগুলো বের করা হয়। মূলত গোপন সূত্র থেকে এভিয়েশন সিকিউরিটি কর্তৃপক্ষ ইয়াবার চালানের খবর পায় বলে জানান তিনি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *