#দেশের খবর

রংপুরের শতরঞ্জী পল্লীতে অগ্নিকাণ্ডে ৫০টি তাঁত মেশিন ভস্মীভূত।

রংপুর মহানগরীর নিসবেতগঞ্জে এলাকায় শতরঞ্জী পল্লী রংপুর লিমিটেডে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৫০টি তাঁত মেশিন, কিছু শতরঞ্জী, সুতা এবং একটি মটর সাইকেল পুড়ে ভস্মীভূত হয়েছে।

শনিবার রাত আনুমানিক ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। তারা জানায় শনিবার রাতে আগুন দেখে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরো নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সৃষ্টি হতে পারে বলে তারা জানান।

এ ব্যপারে শতরঞ্জী পল্লী লিমিটেডের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুলাল সাংবাদিকদের জানান, সম্ভবত বৈদ্যুতিকশর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে। অগ্নিকাণ্ডে তার প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসুদ আলম জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট শতরঞ্জী পল্লীতে গিয়ে প্রায় বিশ মিনিটে একগাড়ি পানি বিরামহীন ভাবে ব্যবহারের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিকশর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ সময় প্রায় ৭ লাখ টাকার মালামাল ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে তিনি জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *