ময়লার গাড়ির ধাক্কায় আবারও প্রাণহানি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর ওয়ারীতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টায় ওয়ারীতে রাজধানী সুপার মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন কুমার সরকারের (৬২) গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায়। ঢাকার গেন্ডারিয়ায় থাকতেন তিনি।
ওয়ারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে রাজধানী সুপার মার্কেটের সামনে ডিএসসিসির একটি ময়লার গাড়ি এক বৃদ্ধকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।
উজ্জল হোসেন জানান, নিহতের লাশ বর্তমানে থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) মর্গে পাঠানো হবে।
গত ২৪ নভেম্বর গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। পরদিনই পান্থপথ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন কবির খান নামের আরেক ব্যক্তি। দুই দুর্ঘটনাতেই চালকদের গ্রেফতার করা হয়। ঘটনার পর দুই সিটি করপোরেশনেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।





