#দেশের খবর

মটরসাইকেলে রাইডশেয়ারিং পুনরায় চালু হতে যাচ্ছে

অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং করোনা ভাইরাসের কারণে বন্ধ ছিল। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর দাবির মুখে গত ২১ জুন থেকে পরিচালনার অনুমতি দিয়েছে বিআরটিএ। ব্যক্তিগত কার , জিপ ও মাইক্রোবাসের মাধ্যমে এ সেবা দেওয়া যাবে। তবে মোটরসাইকেল আপাতত এর আওতাবহির্ভূত। এবার মোটরসাইকেলে যাত্রী পরিবহনের অনুমতি মিলছে। গতকাল বিআরটিএতে এ সংক্রান্ত চিঠি জমা দিয়েছে প্রতিষ্ঠানগুলো। সেপ্টেম্বর থেকে এ সেবা চালুর আভাস মিলেছে। এ প্রসঙ্গে বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, উবার, পাঠাও সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলির দাবির প্রেক্ষিতে আমরা পুনরায় ওদের সেবা পরিচালনার অনুমতি দেওয়ার কথা ভাবছি ।

যেহেতু এখনো স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে শর্ত রয়েছে। তাই আপাতত অনুমতি দেওয়া হয়নি। তবে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

জানা গেছে, উবার, পাঠাও, সহজ এ রকম অ্যাপভিত্তিক প্রতিষ্ঠানগুলো মোটরসাইকেলে যাত্রী পরিবহনের জন্য কয়েক দফা চিঠি দিয়েছে। সর্বশেষ গতকাল বিআরটিএর চেয়ারম্যানের সঙ্গে দেখা করে দাবির পক্ষে যুক্তি তুলে ধরেছে তারা। করোনার কারণে স্বাস্থ্যবিধি মানার শর্তে যানবাহনের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে সরকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *