#দেশের খবর

ভারতের সাথে সীমান্ত বন্ধ থাকবে আরও ১৪ দিন।

ভারতের কোভিড–১৯ সংক্রমণের ব্যাপকতায় দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধ রাখার মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়েছে সরকার। এর মধ্যে যাত্রী চলাচল বন্ধ থাকলেও পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক থাকবে।

গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী তখন দুই সপ্তাহ সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছিলেন। বাংলাদেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের খবর সামনে আসার পর সীমান্ত বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হলো।

তবে বাংলাদেশের যে নাগরিকেরা চিকিৎসার জন্য ভারতে আছেন এবং যাদের ভিসার মেয়াদ ১৫ দিনের কম—শুধু তারাই বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারবেন। তবে এক্ষেত্রে দিল্লি, কলকাতা ও আগরতলার বাংলাদেশ মিশনের অনাপত্তিপত্র নিতে হবে।

আজ পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল সভায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *