#দেশের খবর

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অব্যাহতি।

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গত ২৯ দিনে ১১টি জেব্রা ও একটি বাঘ মারা যাওয়ার জেরে ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়েছে। গতকাল বিকালে প্রশাসনিক আদেশে এটি কার্যকর করা হয়েছে বলে বণিক বার্তাকে নিশ্চিত করেন বন অধিদপ্তরের অর্থ ও প্রশাসন বিভাগের বন সংরক্ষক হুসাইন মোহাম্মদ নিশাদ।

এ সময় তিনি জানান, ফরিদপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলামকে তার স্থলে পদায়ন করা হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে তিনটি ও পরপর আরো আটটি জেব্রা ও একটি বাঘের মৃত্যু হয় এ সাফারি পার্কে।

চাঞ্চল্যকর এমন রহস্যজনক ঘটনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও এখনো মৃত্যুর সঠিক কারণ চিহ্নিত করা সম্ভব হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *