#দেশের খবর

পিয়াসা-পরীমনি তদন্তে কাউকে হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী।

চিত্রনায়িকা পরীমনি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসার সঙ্গে ‘সম্পর্ক থাকা’ অনেকের নামের তালিকা মেলার খবর ছড়ালেও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

পিয়াসাকে গ্রেপ্তারের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, তিনি তার বাড়িতে পার্টি করে বিভিন্নজনকে ডাকতেন। পরে তাদের ‘ব্ল্যাকমেইল’ করতেন। পরীমনিকে গ্রেপ্তারের পর র‍্যাব তার বিরুদ্ধে ঘরে মাদকের আসর বসানোর কথা বলে।

পরীমনি, পিয়াসা ও মডেল মরিয়ম আক্তার মৌর বাসায় যাতায়াত ছিল, এমন ব্যবসায়ী বা ব্যক্তিদের তালিকা হচ্ছে বলে কোনো কোনো সংবাদ মাধ্যমে খবর এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না।

রিমান্ডে থাকা পরীমনি কিংবা পিয়াসা কি কারও নাম বলেছেন- প্রশ্নে তিনি বলেন, “কারও নাম বললেই কি হবে নাকি? যাচাই- বাছাই রয়েছে না।

“আপনারা (সাংবাদিক) ভালো করে প্রচার করেন যে, কাউকে হয়রানি করা হবে না।”

পরীমনিদের বিরুদ্ধে মামলার তদন্ত সংস্থা সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক রোববার সাংবাদিকদের বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে অনেক ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন আসামিরা। সেসব তথ্য যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, “আমরা তাদের কাছ থেকে বিভিন্ন পেশার অনেকের নাম পেয়েছি। কেউ শত্রুতাবশতও দিতে পারে। সিআইডি এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করবে। কোনো নিরীহ মানুষ যেন দোষী না হয় সিআইডি এটা দেখছে।”

পরীমনিদের সঙ্গে ব্যাংক কর্মকর্তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে সিআইডি

চিত্রনায়িকা পরীমনি ও মডেল পিয়াসার সঙ্গে ছবি দেখিয়ে তা প্রকাশের হুমকি দিয়ে কারও কারও কাছ থেকে চাঁদা চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

দুই-তিনজন ব্যবসায়ী ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বলেও খবর এসেছে।

এ বিষয়ে প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা আমার কাছে আসেননি। তবে আমি শোনার পর আইজিপিকে ব্যবস্থা নিতে বলেছি।”

সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একটি ‘গ্রুপ’ চাঁদাবাজি করছে বলে তথ্য পেয়েছে পুলিশ। ভুক্তভোগীরা এসব চাঁদাবাজদের বিষয়ে তথ্য দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *