#দেশের খবর

নেত্রকোণায় বাড়ছে ডায়রিয়া-নিউমোনিয়ার প্রাদুর্ভাব।

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমন বাড়ছে শীত, পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ। নেত্রকোণার বিভিন্ন অঞ্চল থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই স্থানীয় হাসপাতালগুলাতে রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালের মেঝে ও বারান্দায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে।

বারহাট্টা উপজেলা থেকে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা সামছু মিয়া জানান, তার সন্তান ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। সেখানে দুইদিন চিকিৎসা শেষে সদর হাসপাতালে তাকে ভর্তি করাতে হয়েছে।

সরেজমিনে গিয়ে এমন তথ্য পাওয়া যায় অসংখ্য রোগী ও তাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে। প্রায় সকলেই ডায়রিয়া-নিউমোনিয়ায় আক্রান্ত। অনেকে ঠান্ডা-জ্বর-কাশি-সর্দি নিয়েও ভর্তি হয়েছেন হাসপাতালে।

সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, শীতকালীন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন বেশিরভাগ রোগী। প্রতিদিন প্রায় দেড় থেকে দুইশ শিশু ও বয়স্ক রোগী চিকিৎসা নিতে আসছেন। তারমধ্যে বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন ২৫-৩৫ জন রোগী ভর্তি হচ্ছেন। এ সংখ্যা প্রতিদিন বাড়ছে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকরামুল হাসান জানান, প্রতিবছরই নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যায়। এতে ভয় না পেয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। এছাড়া শিশুদের গরম পরিবেশে রাখার পাশাপাশি গরম খাবার ও বেশি করে পানি পান করার পরামর্শ দেন এ চিকিৎসক।

তথ্যসূত্র: বণিক বার্তা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *