নীলক্ষেত মার্কেটে আগুন।
রাজধানী ঢাকার নীলক্ষেত বইয়ের মার্কেটে আগুন লেগেছে। দ্বিতীয় তলায় একটি হোটেল থেকে ছড়িয়ে পড়া আগুন বইয়ের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে সেখানে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা ইসলাম বলেন, আগুন নেভাতে ১০টি ইউনিট কাজ করেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুনটি নীলক্ষেত বই মার্কেটের দ্বিতীয় তলায় লাভলী হোটেল থেকে ছড়ায়। মার্কেটের নিচ তলায় অন্য দোকানগুলোতেও আগুন ছড়িয়েছে এরপর থেকে।
আলামিন নামে ওই মার্কেটের বইয়ের দোকানদার গনমাধ্যমকে বলেন, মার্কেটের পশ্চিম দক্ষিণ কোণে আগুনের সূত্রপাত। আস্তে আস্তে আগুন ভেতরের দিকে যায়। যে অংশে আগুন লাগে ওটা শাহজালাল মার্কেট। নীলক্ষেতের পুরো বইয়ের মার্কেটে এমন আরও কয়েকটি নামে মার্কেট রয়েছে বলে তিনি জানান।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের বেশ কয়েক ঘন্টার প্রানান্তকর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানানো হয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ দফতর থেকে। আগুনের কারণে আশপাশের এলাকায় সকল প্রকার চলাচল বন্ধ করে দেয়া হয়। গোটা মার্কেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।





