#দেশের খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে গত ২৬ মার্চ দুই আবাসিক শিক্ষার্থীর ওপর নৃশংস হামলা ও মাথায় আঘাত করার ঘটনায় জড়িত ছয় শিক্ষার্থীকে হল থেকে আজীবন বহিষ্কার করেছে হল প্রশাসন। সোমবার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী মাসফিউর রহমান, অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিউল্লাহ সুমন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী নাঈমুর রাশিদ, ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয়বর্ষের সাব্বির আল হাসান কাইয়ুম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী মো. ফিরোজ আলম অপি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মারুফ।

বহিষ্কৃত সবাই হল শাখা ছাত্রলীগের সভাপতি সজিবুর রহমান সজীব ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৬ মার্চ বিজয় একাত্তর হলের পদ্মা ব্লকের ২০১০ নম্বর কক্ষের দুইজন আবাসিক শিক্ষার্থী মো. আখলাকুজ্জামান অনিক (থিয়েটার অ্রান্ড পারফর্ম্যান্স বিভাগের স্নাতকোত্তরের ছাত্র) ও মো. রাজীব আহমেদের (ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের স্নাতকোত্তরের ছাত্র) ওপর নৃশংস হামলা ও মাথায় আঘাত করার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়। এ কমিটি বহিষ্কৃত ছয়জনের সংশ্লিষ্টতার দালিলিক প্রমাণ পেয়েছে, যা বিশ্ববিদ্যালয় তথা হলের প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ড ও শৃঙ্খলার পরিপন্থী। তদন্ত কমিটি সুপারিশের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থীদের ৩ এপ্রিল থেকে বিজয় একাত্তর হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *