#দেশের খবর

ডাক্তার বুলবুল হত্যা সন্দেহে ৩জন গ্রেপ্তার।

​​​​​​​রাজধানীর শেওড়াপাড়া দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুলকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় বলা হয়েছে, গ্রেপ্তারদের কাছ থেকে কিছু আলামতও জব্দ করা হয়েছে।

তবে কখন কোথা থেকে তাদের গ্রেপ্তার করা হল বা তাদের পরিচয় কী, সেসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

গত রোববার ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ায় মেট্রোরেলের ২৭৮ নম্বর পিলারের কাছে ছুরিকাহত হন বুলবুল। তাকে প্রথমে ওই এলাকার আল হেলাল হাসপাতালে নিয়ে যান পথচারীরা। কিন্তু সেখানে চিকিৎসা না পাওয়ায় নেওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় বুলবুলের স্ত্রী শাম্মী আক্তার বাদী হয়ে রোববারই একটি হত্যা মামলা দায়ের করেন। তবে সেখানে কারও নাম উল্লেখ করা হয়নি।

এইদিন ভোরে নোয়াখালী যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে বুলবুল ছিনতাইকারীর কবলে পড়েছিলেন বলে প্রাথমিক ধারণার কথা বলেছিল পুলিশ।

কিন্তু বুলবুলের সঙ্গে থাকা ১২ হাজার টাকা এবং মোবাইল ফোন খোয়া না যাওয়ায় পুলিশের ওই ধারণা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তার শ্বশুর ইয়াকুব আলী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *