ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে ফের মামলা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে একই ঘটনায় দ্বিতীয় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ধর্ষণ, অপহরণ এবং ফেসবুকে খারাপ পোস্ট দিয়ে প্রচার করাসহ তিনটি অভিযোগ আনা হয়েছে।
গত ২১শে সেপ্টেম্বর বিকেলে রাজধানীর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে এই মামলা দায়ের করা হয়।নতুন করা এই মামলাটিতে ছয় জনকে আসামী করা হয়েছে। এদের মধ্যে নুরুল হক নূর তিন নম্বর আসামী।
নূর বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার কোন বাস্তবতার ভিত্তি নেই। পুলিশি তদন্ত হলেই এ বিষয়টি সবার সামনে আসবে বলে মনে করেন তিনি।
সেই সাথে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেন নূর।
এর আগে ২০শে সেপ্টেম্বর লালবাগ থানায় নূরসহ ছয় জনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী একটি ধর্ষণের মামলা দায়ের করেছিল।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, “গতকাল থানায় একটি মামলা হয়েছে ছয় জনের নামে। এই ছয় জনের মধ্যে নুরুল হক নূরও রয়েছেন।” তার বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ এবং ফেসবুকে খারাপ পোস্ট দিয়ে প্রচার করার অভিযোগ রয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয় যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী দুটি ছাত্র সংগঠনের সাথে যুক্ত পাঁচজন ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়। পরে সেটিকে মামলা হিসেবে আমলে নেয়া হয়।





