কোরোনা ভ্যাকসিনে বাংলাদেশ শুধু আমেরিকা কেনো, অনেক উন্নত দেশের চেয়ে এগিয়ে – হিল্লোল
কোরোনার টিকা নিয়ে শুরুতে যে কুয়াশা ও অনিশ্চয়তা ছিলো তা কেটে গিয়ে এখন আলোর মুখ দেখতে শুরু করেছে। কোরোনা টিকা ব্যবস্থাপনার জয়জয়কার ও সর্ব মহলে ব্যাপক প্রশংসিত । ফ্রন্ট লাইনার এবং ৪০ বছরের উর্দ্ধে যে কেউ অনলাইনে গিয়ে www.surokkha.org.bd এই ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করে খুব সহজেই টিকা নিতে পারছেন। এখন পর্যন্ত সাধারণ মানুষ যারা এই টিকা নিয়েছেন তারা সবাই এর নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার উচ্ছাসিত প্রশংসা করেছেন।ইতিমধ্যে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ সরকারদলীয় এম পি, মন্ত্রী সহ বিরোধীদল বিএনপির অনেক প্রতিনিধিরা ও ইতিমধ্যে এই টিকা নিয়ে ফেলেছেন।

আজ কে কোরোনা টিকা ব্যবস্থাপনা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় অভিনেতা আদনান ফারুক হিল্লোল নিউইয়র্ক থেকে বলেন, করোনা ভ্যাকসিনে বাংলাদেশ শুধু আমেরিকা কেনো, অনেক উন্নত দেশের চেয়ে এগিয়ে।

এছাড়া ও ফেসবুকের জনপ্রিয় ব্যক্তিত্ব আরিফ জেবতিক এক স্ট্যাটাস এ বলেন মামা-কাকা ছাড়া নিয়মতান্ত্রিক ভাবে টিকার ব্যবস্থাপনার জন্যে সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ জানান। একই সাথে তারকা জগতের অনেক খ্যাতিমান তারকাদের মধ্যে জনপ্রিয় রকস্টার জেমস আজকে কোরোনা টিকা নিয়েছেন এবং উনার ভক্তদেরকে ও টিকা নিতে এগিয়ে আসার অনুরুধ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকমের উষ্ণ বার্তা দেখা যাচ্ছে, ইংল্যান্ড থেকে আনোয়ারুল করিম চৌধুরী বাংলাদেশের মানুষকে সৌভাগ্যবান বলে অভিহিত করেছেন।

এদিকে বাংলাদেশিদের পাশাপাশি এই প্রথম বিদেশী কূটনীতিকরা ও আজকে কোরোনা টিকা নিয়েছেন।ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত সহ ইউরোপিয়ান ইউনিয়ন, জার্মানী ,ভারত, তুরস্ক, ফ্রান্স,ইতালী ,অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের ৩০ জনের অধিক কূটনীতিক এই টিকা নেন।





