‘জয়যাত্রা’ ফাউন্ডেশনের নামে অনুদান নিয়ে আত্মসাৎ করতেন হেলেনা।
জয়যাত্রা ফাউন্ডেশনের নামে বিভিন্ন নামিদামি ব্যক্তির কাছ থেকে অনুদান নিয়ে তা নিজের বিলাসিতায় খরচ করতেন গ্রেফতার হেলেনা জাহাঙ্গীর। এছাড়া নানা অপকর্ম করতে তিনি নিজেই একটি চক্র গড়ে তোলেন।
এ চক্রের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের কাছ থেকে চাঁদাবাজি করতেন।
শুক্রবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কুর্মিটোলায় র্যাবের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীর অত্যন্ত বিলাসী নারী। তিনি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতেন। এছাড়া বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিকে তাদের কাজ নিয়ে নিজ উদ্যোগে ফোন করে তুচ্ছ তাচ্ছিল্য করতেন।
খন্দকার আল মঈন বলেন, মিরপুরে তার জয়যাত্রা আইপি টিভি চ্যানেলের কার্যালয়ে পাওয়া স্যাটেলাইটসহ সব সরঞ্জামাদি অবৈধ ও অনুমোদনহীনভাবে পাওয়া গেছে। এ বিষয়ে বিটিআরসি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেবেন।





