ছাতকে হামলার ঘটনায় সাবেক পৌর চেয়ারম্যানের দু’পুত্র গ্রেফতার
ছাতকে র্যাব-৯ হাতে আটক হয়েছে ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর দু’পুত্র মাহফুজুর রহমান বাবলু ও মোস্তাফিজুর রহমান লাবলু। মঙ্গলবার ভোরে শহরের তাতিকোনা এলাকার নিজ বাসা থেকে তাদের আটক করে সুনামগঞ্জ র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এএসপি আব্দুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা দু’সহোদরকে আটক করেন। প্রাইভেট গাড়ী চালক ছাবুল মিয়ার উপর হামলা ও মারপিটের ঘটনায় ছাতক থানায় দায়েরী একটি মামলায় তাদের আটক করা হয়। ১৬ জুলাই সকালে তাতিকোনা এলাকার বাসিন্দা ছাবুল মিয়া তার গাড়ি মালিক শাহ আলমের বাসার গেরেজ থেকে গাড়ি বের করার সময় প্রতিপক্ষরা রাম দা, চাইনিচ কুড়ালসহ দেশেীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ছাবুল মিয়াকে গুরুতর আহত করে। এ ঘটনায় আহত ছাবুল মিয়ার পিতা শুকুর আলী সুদুর বাদী হয়ে আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুসহ ১২ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা(নং-১৯) দায়ের করেন। এ মামলায় মাহফুজুর রহমান বাবলুকে করা হয় প্রধান আসামী এবং এজাহারভুক্ত ৫ নং আসামী হলো মোস্তাফিজুর রহমান লাবলু। র্যার-৯ এসএসপি আব্দুল্লাহ জানান, ছাতক থানার মামলা নং-১৯ এ ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।





