গ্রেফতার হলেন হেলেনা জাহাঙ্গীর।
আওয়ামী লীগের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যপদ থেকে সদ্য বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দিনগত রাত ১২ টা পর্যন্ত হেলেনা জাহাঙ্গীরের বাসায় অবস্থান করছেন র্যাব সদস্যরা। সেখান থেকেই তাকে আটক করে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
র্যাব সুত্র জানায়, হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২ এর বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। অভিযানের পর তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাদের জন্য র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার রাত ৮ টা থেকে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার ৫ নম্বর সড়কের ৩৬ নম্বর বাসায় অভিযান শুরু করে র্যাব। এই সংবাাদ লেখা পর্যন্ত বাসাটি ঘিরে বিপুল পরিমাণ র্যাব সদস্য অবস্থান করছেন।





