#দেশের খবর

গাজীপুরে কেমিক্যাল কারখানায় আগুন।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন লেগেছে।

উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে ‘এএসএম কেমিক্যাল’ নামে এক কারখানায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে আগুন লাগে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মিয়ারাজ উদ্দিন বলেন, সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে তাদের দুটি ইউনিট গিয়ে কাজ শুরু করে।

“আগুণের ভয়াবহতা বেশি হওয়ায় পরে জয়দেবপুর থেকে দুটি ও ময়মনসিংহের ভালুকা থেকে আরও দুটি ইউনিট এসে যোগ দিয়েছে।”

তাৎক্ষণিকভাবে হতাহতের খবর দিতে পারেননি তিনি। আগুন লাগার কারণও বলতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা।

তবে কারখানার একজন কর্মকর্তা নাম না জানিয়ে বলেন, “বিকেল সাড়ে ৪টার দিকে হাইড্রোজেন পার অক্সাইড মেশিনে বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে মেশিনজুড়ে।”

তিনি এরচেয়ে বেশি কিছু বলতে পারেননি। আগুন-ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *