কোরোনায় মারা গেলেন আব্দুল মতিন খসরু !
সাবেক আইনমন্ত্রী ও আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন খসরু আর নেই। বুধবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কোরোনা আক্রান্ত হয়ে আব্দুল মতিন খসরু গত ১৬ মার্চ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
মতিন খসরুর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
কুমিল্লা-৫ আসন থেকে তিনি ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেন।





