#দেশের খবর

ঈদে ঘরমুখো মানুষের সহযোগিতায় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক।

ঈদযাত্রায় সকাল থেকে রাত পর্যন্ত সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে সোসাইটির পক্ষ থেকে।

ঈদযাত্রায় সকাল থেকে রাত পর্যন্ত সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে সোসাইটির পক্ষ থেকে।

ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে কাজ করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে সোসাইটির পক্ষ থেকে।

শুক্রবার রেড ক্রিসেন্ট সোসাইটি গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৬ জুলাই থেকে রাজধানীর গুলিস্তান, সায়দাবাদ ও মহাখালী বাসস্ট্যান্ড, কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন অন্তত ৮৫ জন স্বেচ্ছাসেবক। ঈদযাত্রা স্বস্তির ও আনন্দের করতে হ্যান্ডমাইক ও লিফলেট বিতরণের মাধ্যমে ট্রাফিক সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়া, বয়স্কদের জন্য হুইলচেয়ারের মাধ্যমে রাস্তা পারাপারে সহযোগিতা করাসহ সব ধরণের সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।

আরও বলা হয়েছে, পাশাপাশি ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে এসব জায়গায় সোসাইটির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্রও খোলা হয়েছে। ঈদযাত্রায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকা মানুষদের দেয়া হচ্ছে প্রয়োজনমাফিক প্রাথমিক চিকিৎসা।

এ ছাড়া রাজধানীর ফার্মগেট, বাংলামোটর, বিজয় সরণিসহ গুরুত্বপূর্ণ ১১টি পয়েন্টে যত্রতত্র গাড়ি পার্কিং রোধ করে ট্রাফিক পুলিশকে যানজট নিরসনেও সহায়তা করছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।

ঈদ শেষে রাজধানী ফেরত মানুষদের ফেরার যাত্রাকে স্বস্তির করতে ১২ জুলাই থেকে আবারো শুরু হবে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের এ ধরণের সহায়তা কার্যক্রম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *