ইউএনও’র গাড়িচাপায় সাংবাদিক নিহত।
নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচাপায় সোহেল রানা নামের এক সাংবাদিক নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১০টায় সিংড়া উপজেলায় নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দূরন্ত পত্রিকার সিংড়া প্রতিনিধি সোহেল রানা। তিনি আগপাড়া শেরকোল বন্দর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সিংড়া পৌর এলাকার বালুয়া বাসুয়া এলাকার বাসিন্দা।
জানা যায়, আজ সকালে ইউএনও’র স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দিতে সরকারি গাড়ি নিয়ে সিংড়া আসেন চালক। সিংড়া পৌঁছার আগে নিংগইন তেল পাম্প এলাকায় ইউএনওর গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আহত হন সাংবাদিক সোহেল রানা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তবে স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার। তিনি বলেন, ‘নলডাঙ্গা ছোট উপজেলা। সেখানে পেট্রল সংকটের কারণে সিংড়ায় পেট্রল নিতে পাঠিয়েছি।’
সোহেল রানাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন সিংড়ার ইউএনও এম এম সামিরুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা দুর্ঘটনার শিকার ব্যক্তির চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।’ তার পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।





