#দেশের খবর

আল্লামা কাসেমীর ইন্তেকাল।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব এবং কওমি মাদ্রাসা বোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী (৭৬) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (১৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

হেফাজতে ইসলামের মহাসচিবের প্রেস সচিব মুনির আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত জটিলতা হওয়ায় ১ ডিসেম্বর নূর হোসাইন কাসেমীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার থেকে তার শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল। শুক্রবার রাতে শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে তার নমুনা পরীক্ষা করা হয়। ফল নেগেটিভ আসে।

হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী জানান, আল্লামা নূর হোসাইন কাসেমীর জানাজা আজ সোমবার সকাল ৯টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে জানাজায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

১৯৪৫ সালের ১০ জানুয়ারি কুমিল্লার মনোহরগঞ্জ থানার চড্ডা নামক গ্রামে জন্মগ্রহণ করেন আল্লামা নূর হোসাইন কাসেমী। ভারতের দারুল উলুম দেওবন্দসহ দেশের বিভিন্ন মাদ্রাসায় লেখাপড়া করেন তিনি। দীর্ঘ ২৭ বছর ভারতের মুজাফফরনগরে অবস্থিত মুরাদিয়া মাদ্রাসায় অধ্যাপনা শুরু করেন তিনি। ‘৭৩ সালের শেষের দিকে দেশে ফিরে প্রথমে শরীয়তপুর জেলার নড়িয়া থানার নন্দনসার মুহিউস সুন্নাহ মাদ্রাসায় শায়খুল হাদিস ও মুহতামিম পদে যোগদান করেন নূর হোসাইন কাসেমী। ১৯৭৮ সালে ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ পান। তারপর ১৯৮২ সালে চলে আসেন কাজী মুতাসিম বিল্লাহ (রহ.) প্রতিষ্ঠিত জামিয়া শারইয়্যাহ মালিবাগে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *