#ইসলাম ও জীবন দর্শন

শরণার্থীদের মানবিক সেবা দিচ্ছে পোলিশ মুসলিমরা।

সামাজিক ও মানবিক সেবা ইসলামের নৈতিক মূল্যবোধের অংশ। কোরআন ও হাদিসে অসংখ্যবার মুমিনদের বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে। ইসলামের এই শিক্ষা ও অনুপ্রেরণা পোলিশ মুসলিম ম্যাকিয়েজ সেজসনোভিজকে অসহায় শরণার্থীদের সেবায় উদ্বুদ্ধ করেছে। ক্ষুধার্থ শরণার্থীদের দুরবস্থা দেখার পর সেজনোভিজ দ্বিতীয়বার ভাবার সুযোগ পাননি। পূর্ব পোল্যান্ডের বোহোকিনি গ্রামের মুসলিম কমিউনিটির চেয়ারম্যান তাত্ক্ষণিকভাবে তাদের জন্য পোশাক ও খাদ্য সংগ্রহের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘এখানে শিশুরা কান্নাকাটি ও চিৎকার করছে, যা খুবই বেদনাদায়ক।’

কয়েক মাস ধরে ক্রমবর্ধমান অভিবাসীরা বেলারুশ সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ড হয়ে পশ্চিম ইউরোপে প্রবেশের চেষ্টা করছে। এরই মধ্যে ৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। সীমানায় অবস্থানরত অভিবাসীদের সহযোগিতা করার জন্য সেজসনোভিজ একটি স্বেচ্ছাসেবী দল গঠন করেছেন, যারা সীমান্তে কর্মরত সেনাসহ অন্যদের সহযোগিতা করছে। সম্প্রতি স্বেচ্ছাসেবীরা সেনা ও অভিবাসীদের জন্য মুরগি ও ভেজিটেবল স্যুপ তৈরি করে। তিনি বলেন, ‘পোলিশ সীমান্তে যারা অবস্থান করছে তাদের আমরা সহযোগিতা করছি। কেননা তারা মানুষ।’ সেজসনোভিজ আশা করছেন, প্রচণ্ড শীত পড়ার আগেই সীমান্তে শরণার্থী সংকটের সমাধান হবে। নতুবা মৃত্যুসংখ্যা আরো বাড়তে পারে বলে তাঁর আশঙ্কা। ২০১৫ সালের পরিসংখ্যান অনুসারে পোল্যান্ডে ২৫ থেকে ৪০ হাজার মুসলিম বসবাস করে। তাদের মধ্যে পাঁচ হাজার লিপটা তাতার। পোল্যান্ডে বসবাসরত মুসলিমদের উল্লেখযোগ্যসংখ্যক অভিবাসী সুন্নি মুসলিম।

লেখকঃ শেখ আবদুল্লাহ বিন মাসউদ।
বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *