#আন্তর্জাতিক

রাশিয়ায় করোনা ভাইরাসে একদিনে ১২৫১ জনের মৃত্যু !

সংক্রমণের নতুন ঢেউয়ে বিপর্যস্ত রাশিয়ায় এবার একদিনেই কোভিড-১৯ আক্রান্ত এক হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছে। মহামারী শুরুর পর থেকে দেশটি আর কখনোই ২৪ ঘণ্টায় করোনাভাইরাসজনিত এত মৃত্যু দেখেনি বলে এক প্রতিবেদনে জানিয়েছে । গতকাল বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ একদিনে নতুন ৩৭ হাজার ৩৭৪ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি শনাক্তের কথাও নিশ্চিত করেছে।

গত ৬ নভেম্বর দেশটিতে দৈনিক শনাক্ত ছিল ৪১ হাজার ৩৩৫, যাকে নতুন ‘ঢেউয়ের চূড়া’ বলা হচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ায় দৈনিক শনাক্তের পরিমাণ কমতে দেখা গেলেও গুরুতর আক্রান্তদের মৃত্যু ঠেকানো যাচ্ছে না। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালি অনুযায়ী, শেষ ২৮ দিনে রাশিয়ায় ১০ লাখ ৫৭ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে; এই সময়ে দেশটি কোভিড-এ ৩১ হাজার ৯০৯ জনের মৃত্যুও দেখেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *