ওয়েলসে গুহায় আটকে পড়ার ২ দিন পর উদ্ধার !
যুক্তরাজ্যের ওয়েলসে গভীর একটি গুহায় আটকে পড়ার দু’দিন পর এক ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিবিসি জানায়, ওই ব্যক্তি ব্রেকন বিকনসের ওই গুহায় আটকা পড়েন শনিবার। অবশেষে ৫৩ ঘন্টার চেষ্টায় উদ্ধারকারীরা তাকে উদ্ধার করেছে। স্ট্রেচারে করে বাইরে বের করে আনার পর তাকে করতালি দিয়ে স্বাগত জানান উদ্ধারকর্মীরা। পরে তাকে অপেক্ষমাণ একটি এম্বুলেন্সে তোলা হয়। সাউথ অ্যান্ড মিড ওয়েলস কেভ রেসক্যু টিম বলেছে, পাওয়িসে পেনিল্টের কাছে ওগোফ ফ্লাইনন ডডু গুহায় পড়ে গিয়েছিলেন ওই ব্যক্তি।
তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হলেও তিনি মানসিক দিক দিয়ে শক্তিশালী আছেন। জরুরি সেবা বিষয়ক লিয়াজোঁ অফিসার এবং উদ্ধার ঘটনার অন্যতম কন্ট্রোলার গ্যারি ইভান্স বলেছেন, এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন প্রায় আড়াইশ মানুষ। একজন উদ্ধারকর্মী পিটার ফ্রাঁসিস বলেছেন, ওই ব্যক্তি একজন অভিজ্ঞ এবং যোগ্য গুহাচারী ছিলেন। তিনি হয়তো ভুল স্থানে পা রেখেছিলেন।
ওদিকে ব্রেকন বিকনসে এখন ঘন কুয়াশা। এ ছাড়া আর্দ্র পরিবেশ চারদিকে। ফলে সেখানে একটি এয়ার এম্বুলেন্স হেলিকপ্টার অবতরণ করা অসম্ভব। এর পরিবর্তে ওই ব্যক্তিকে একটি স্ট্রেচারে করে সরিয়ে নেয়া হয়। ওই ব্যক্তির সঙ্গে আরেকজন গুহায় বিচরণ করছিলেন। তিনিই তার সঙ্গীর দুর্ঘটনার কথা পুলিশকে জানান।
ওয়েলসে এটাই সবচেয়ে দীর্ঘমেয়াদী গুহা থেকে উদ্ধার অভিযান। এর আগে এমন উদ্ধার অভিযানে সময় লেগেছিল ৪১ ঘন্টা। কিন্তু এই ব্যক্তিকে উদ্ধারে সময় লেগেছে কমপক্ষে ৫৩ ঘন্টা। উল্লেখ্য, জটিল ওগোফ ফ্লাইনন ডডু গুহা সবচেয়ে গভীর পয়েন্টে ৯০২ ফুট গভীর। এটি ওয়েলসের দ্বিতীয় সর্বোচ্চ এবং বৃটেনের অন্যতম গভীর গুহা।





