#আন্তর্জাতিক

সৌদি আরবে ১৫ হাজারেরও বেশি অভিবাসী আটক।

আবাসন, শ্রম বিধি ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৫ হাজার ৩৯৯ জন অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী। এক সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে তাদের। আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, এই অভিবাসীদের মধ্যে ৭ হাজার ২৯২ জনকে আবাসন বিধি লঙ্ঘন, ১ হাজার ৭৩৪ জনকে শ্রম আইন অমান্য ও ৬ হাজার ৩৭৩ জনকে সীমান্ত বিধিমালা লঙ্ঘন ও এই সংক্রান্ত বিভিন্ন অবৈধ কাজে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ বাহরাইনের জাতীয় দৈনিক দ্য গালফ ইনসাইডার জানিয়েছে, গ্রেফতার এই অভিবাসীদের মধ্যে ৪২ শতাংশ ইয়েমেনি, ৫৫ শতাংশ ইথিউপীয় ও বাকি ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতা ও সৌদি সীমান্ত দিয়ে তাদের অন্যদেশে পাচাকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে সোমবার এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে- অবৈধ প্রবেশকারীদের যারা সৌদি আরবে ঢুকতে সহায়তা করছেন, তাদের আশ্রয় ও পরিবহন সহায়তা দিচ্ছেন, অপরাধ প্রমাণিত হলে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *