#যুক্তরাজ্য

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী।

বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন ‘কপ-২৬’ এবং উচ্চপর্যায়ের বৈঠক শেষে গ্লাসগো থেকে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বুধবার বেলা ১টা ৫২ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন’ ।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলন এবং অন্যান্য উচ্চপর্যায়ের বৈঠকে যোগদানের লক্ষে যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরের উদ্দেশ্যে গত ৩১ অক্টোবর গ্লাসগো পৌঁছান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *