#সিলেট বিভাগ

বিশ্ব বিখ্যাত ট্যাক জায়েন্টে নিয়োগ পেলেন শাবির ৫ শিক্ষার্থী !

সিলেট প্রতিনিধিঃ
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ই-কমার্স জায়েন্ট অ্যামাজনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পাঁচ শিক্ষার্থী।

তারা সবাই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী। তাদের মধ্যে দুজন ফেসবুকে, দুজন গুগলে এবং একজন অ্যামাজনে নিয়োগ পেয়েছেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী সাকিবুল মাওলা ও সাজিদ শাহরিয়ার তুমান ফেসবুকের ইউরোপের প্রধান সদরদপ্তর লন্ডন অফিসে নিয়োগ পেয়েছেন। একই সেশনের খায়রুল্লাহ গৌরব নিয়োগ পেয়েছেন অ্যামাজনে।

এছাড়া ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ইভান হোসেন ও ২০১৫-১৬ সেশনের তন্ময় কৃষ্ণ দাস গুগলের আয়ারল্যান্ডের ডাবলিন সদরদপ্তরে নিয়োগ পেয়েছেন।

জানতে চাইলে তন্ময় কৃষ্ণ দাস বলেন, গত সপ্তাহে গুগলের আয়ারল্যান্ডের ডাবলিন সদরদপ্তর থেকে নিয়োগপত্র পাঠিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চে জয়েন করবো।

গুগলে সুযোগ পাওয়ার পেছনের গল্প জানতে চাইলে তন্ময় বলেন, গুগল কর্তৃপক্ষ তিনটি ধাপে আমাকে যাচাই করেছে। প্রথমত, সিভি দেখে সাক্ষাৎকারে ডাকেন তারা। দ্বিতীয়ত, প্রোগ্রামিং দক্ষতা যাচাই। এ ধাপও অতিক্রম করার পর অনসাইট সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হয়, যেটিতে মূলত পাঁচটি ধাপ থাকে। এতে চারটি কোডিং, একটি লিডারশিপ দক্ষতা যাচাই। সবগুলো ধাপ ভালভাবে অতিক্রম করতে পেরেছি।

তিনি বলেন, গুগলের মতো একটা টেক জায়ান্ট প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। আমাদের দেশের অনেক শিক্ষার্থী আছেন, যাদের গুগল, ফেসবুক, অ্যামাজনে চাকরি করার মতো যোগ্যতা রয়েছে। তবে সঠিক গাইডলাইন না থাকার কারণে তারা সেখানে যেতে পারছেন না। এসব শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে কাজ করবো যাতে তারা সঠিক গাইডলাইন পায়।

গত সপ্তাহে একই বিভাগের ২০১৩-১৪ সেশনের ছাত্র মওদুদ আহমেদ শাহরিয়ার ও এম নাজিম উদ্দিন ফেসবুকের ইউরোপের প্রধান সদরদপ্তর লন্ডনে নিয়োগ পেয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *