হিজাব জোর করে খুলে ফেলায় ৪ মার্কিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা।
গত শুক্রবার হেলানা বোয়ে মিশিগানের ইস্টার্ন ডিস্ট্রিক্টের জন্য মার্কিন জেলা আদালতে মামলাটি দায়ের করেন। তার মামলায় ফার্নডেইল পুলিশ প্রধান ডেনিস এমি, দুইজন ফার্নডেইল পুলিশ অফিসার এবং একজন পুলিশ সার্জেন্টকে আসামী করা হয়।
তিনি ক্ষতিপূরণের পাশাপাশি আদালতের একটি নির্দেশনা চেয়েছেন যাতে আর কেউ কোনো মুসলিম নারীকে তার হিজাবের জন্য হেনস্থার শিকার হতে না হয়।
তিনি আদালতকে ফার্নডেইল পুলিশকে নির্দেশ দিতে বলেছেন, যাতে হেলেনার হিজাব ছাড়া তোলা ছবি গণমাধ্যমে প্রকাশ না করা হয়। ভবিষ্যতে এ ধরনের সমস্যা প্রতিরোধ করার জন্য অ-বৈষম্যমূলক নীতি গ্রহণ করার তাগিদও দিয়েছেন তিনি।





