#বিনোদন

আমাকে ফাঁসানো হচ্ছে : আরিয়ান খান।

গত বুধবারও শাহরুখপুত্রের জামিন নামঞ্জুর করেছেন মুম্বাইয়ের বিশেষ আদালত। আপাতত তাকে থাকতে হচ্ছে জেল হেফাজতেই। এবার মুম্বাই হাইকোর্টে আরিয়ানের জামিনের আবেদন করা হয়েছে। আইনজীবীর মাধ্যমে করা এই আবেদনে শাহরুখ-পুত্র জানিয়েছেন, তাকে ফাঁসানো হচ্ছে।

হোয়াটসঅ্যাপ চ্যাটের ভুল ব্যাখ্যা করছে জাতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)।

এই আবেদনের শুনানি হবে আগামী ২৬ অক্টোবর। আরিয়ানের দাবি, তার হোয়াটসঅ্যাপে কথোপকথনকে ‘ভুল এবং অন্যায়’ ভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রমোদতরীর পার্টিতে তার কাছ থেকে কোনও মাদক পাওয়া যায়নি বলেও জানিয়েছেন আরিয়ান।

উল্লেখ্য, প্রভাবশালী হওয়ায় জামিন পেলে তথ্যপ্রমাণ নয়ছয় করা হতে পারে এই যুক্তিতে আরিয়ানের জামিন আবেদন একাধিকবার খারিজ হয় বিশেষ আদালতে। যদিও আরিয়ানের পাল্টা যুক্তি ছিলো- আইনত আগে থেকেই ধরে নেওয়া যায় না যে একজন ব্যক্তি প্রভাবশালী হলেই তিনি তথ্যপ্রমাণ লোপাট করার চেষ্টা করবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *