#সিলেট বিভাগ

অবশেষে গ্রেফতার হলেন প্রবাসী সাইফুল।

সিলেট প্রতিনিধিঃ
বিশ্বনাথের আলোচিত স্কুলছাত্র সুমেল মিয়া (১৮) হত্যা মামলার প্রধান আসামী যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলমকে (৩৬) ৬ মাস পর গ্রেফতার করেছে ঢাকার রমনা থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ৭টার দিকে ঢাকার সেগুনবাগিচা এলাকার কাচা বাজার সংলগ্ন এক বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বাদী পক্ষের উপস্থিতিতে বিশ্বনাথ থানা পুলিশের সহযোগী হিসেবে ঢাকার রমনা থানা পুলিশের এসআই জাহাঙ্গীরসহ একদল পুলিশ সাইফুলকে গ্রেফতার করে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া প্রবাসী সাইফুল চাউলধনী হাওর ইজারাদারদের ফাউন্ডার ও উপজেলার চৈতননগর (ইসলামপুর) গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে। তার বিরুদ্ধে চাউলধনী হাওর পাড়ের বাসিন্দা ও কৃষক ছরকুম আলী দয়াল হত্যা মামলাও রয়েছে। ওই মামলায়ও তাকে প্রধান আসামি করা হয়েছে এবং মামলাটি বর্তমানে সিলেট পিবিআই তদন্ত করছে।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে সাইফুল আলমকে ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা থেকে সাইফুল আলমকে বিশ্বনাথ থানায় নিয়ে আসা হবে বলে জানা গেছে।

পুলিশ জানায়, চলতি বছরের ১মে বিশ্বনাথ থানার চৈতননগর গ্রামের নজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তোলা নিয়ে সংঘর্ষে স্কুল ছাত্র সুমেল নিহত হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হন সুমেলের বাবা ও চাচাসহ ৪ জন। ঘটনার পর ৩ এপ্রিল ২৭জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের চাচা ইব্রাহীম আলী সিজিল (মামলা নং ৪)। সাইফুল আলমকে প্রধান আসামী করে দায়ের করা এ মামলায় অজ্ঞাতনামা রাখা হয় আরও ১৬ জনকে। মামলার পর থানা পুলিশ এ পর্যন্ত আরও ৫জনকে এবং র‍্যাব-৯ সাইফুলের ভাতিজা পারভেজকে গ্রেফতার করেন। ঘটনার পর থেকে পলাতক ছিল সাইফুল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *