সুনামগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দম্পতি আটক।
সিলেট প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় ৮ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মুনতাসির হাসান। এই দম্পতি অনেকদিন যাবৎ চালিয়ে যাচ্ছিলেন গাঁজার ব্যবসা।
মঙ্গলবার উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামের ওই দম্পতির বাড়িতে ইউএনও মো. মুনতাসির হাসানের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান চালানো হয়।
এ সময় তাদের ঘরের খাটের নিচে থেকে ৮ কেজির গাঁজার চালান জব্দ করা হয়। মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উত্তর বীর গ্রামের নুর হোসেনের ছেলে আব্দুল আজিজ ও তার স্ত্রী মণি বেগম।
মঙ্গলবার রাতে ধর্মপাশা থানার ওসি মো.খালেদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে বলেন, স্বামী স্ত্রী দু’জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে।





