মস সাইডে একজন ছুরিকাহত
গতরাত আনুমানিক ৮টার দিকে মস সাইডের কুইনি ক্রিসেন্ট এলাকায় মারাত্মক যখম অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসীদের মধ্যে থেকে কেউ একজন পুলিশকে ফোন করে জানায়। পুলিশ রাত ৮:৩০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আক্রান্ত ব্যক্তির অবস্থা আশংকাজনক। এই প্রতিবেদন লেখা অব্দি, পুলিশ আক্রমণের স্বীকার ব্যক্তিটির পরিচয় বা ঘটনার কারণ উল্ল্যেখ করেনি। তদন্ত চলছে বলে জানানো হয়, গ্রেটার ম্যানচেস্টার পুলিশের পক্ষ থেকে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মস সাইডে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটে, এলাকাবাসীর মতে এর সংখ্যা দিন দিন বাড়তেই আছে।





