ম্যানচেস্টারে যথাযোগ্য মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন।
যুক্তরাজ্য যুবলীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামিলীগ, সিটি আওয়ামিলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ সহযোগি সংগঠনের নেতা – কর্মীবৃন্দ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাওয়ার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে যেকোনো দুর্যোগে দলের পাশে থেকে সব ধরনের সংকট মোকাবেলার অঙ্গীকার করেন। আজকে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম বার্ষিকী সফল ভাবে সম্পন্ন হওয়ায় গ্রেটার ম্যানচেস্টার যুবলীগ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে।





