#বিশেষ সমাচার

সউদীতে প্রথমবারের মতো নারী পুলিশ মোতায়েন

মক্কা নগরীতে পবিত্র হজের সময় নিরাপত্তা নিশ্চিতে প্রথমবারের মতো নারী পুলিশ মোতায়েন করেছে সউদী আরব। দেশটির সরকার গত বছরই ঘোষণা করে, পুরুষের পাশাপাশি নারীরাও সামরিক কাজে যোগ দিতে পারবে। আরব নিউজ জানিয়েছে, সেই ধারাবাহিকতায় এবার নারী পুলিশ অফিসারদের হাজিদের নিরাপত্তা বিধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছে এবারের বার্ষিক হজ। সংক্রমণ রোধে কঠোর বিধি বিধানের মধ্যে পালিত হয়েছে হজের আনুষ্ঠানিকতা। হজের দ্বিতীয় দিন হাজিরা পবিত্র নগরী মক্কায় পৌঁছায়। হাজিরা নিরাপদ দূরত্ব ও অন্যান্য বিধিনিষেধগুলো মানছে কি-না তাতে সতর্ক দৃষ্টি নিরাত্তাকর্মীদের। আল আখবারিয়া টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো হজের নিরাপত্তায় দায়িত্ব পালন করা নারী পুলিশ কর্মকর্তা আফনান আবু হোসেইন বলেন, ‘আমাদের দেশে হজের সময়টা খুবই ব্যস্ত একটা সময়। কঠোর স্বাস্থ্যবিধি মেনে পবিত্র মসজিদ মক্কা থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। আমরা নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছি।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *