প্রিন্সিপাল হাবীবুর রহমানের ছোট ছেলে তায়েফের ইন্তেকাল।
সিলেট প্রতিনিধিঃ
সিলেটের বিশিষ্ট আলেম কাজিরবাজার মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের ছোট ছেলে লন্ডন প্রবাসী মাওলানা ফজলুর রহমান তায়েফ রবিবার দিবাগত রাত ১০টায় মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো ২৫ বছর।
পারিবারিক সূত্র জানায়, করোনায় আক্রান্ত হয়ে তায়েফ গত কিছুদিন ধরে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা জানান, লন্ডন প্রবাসী তার ছোট ভাই কিছুদিন আগে দেশে আসেন। এরপর জ্বরসহ অন্যান্য শারীরিক উপসর্গ দেখা দেয়। এরপর তাকে আইসিইউতে নেয়া হয়। সেখান থেকে রবিবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। লাইফ সাপোর্ট খোলার পর রাতে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তার নামাজে জানাজা সোমবার সকাল ১১টায় কাজিরবাজার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।





