#যুক্তরাজ্য

লাল তালিকা মুক্ত বাংলাদেশ। হতাশ রেড লিস্টের আইনে যাওয়া যাত্রীরা !

যুক্তরাজ্যের ‘কোভিড রেড লিস্ট’ থেকে ২২ সেপ্টেম্বর থেকে মুক্ত হচ্ছে বাংলাদেশ । করোনা সংক্রমণের হার কমে আসায় অতি ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাংলাদেশের নাম সরানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার।

যুক্তরাজ্যের শীর্ষ স্থানীয় সংবাদ সংস্থা ও  বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া মুনা তাসনিম টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও এক ভিডিও বার্তায় এই খবর প্রকাশ করেন।

টুইট বার্তায় রাষ্ট্রদূত  বলেন, কোভিড রেড লিস্ট থেকে বাংলাদেশের নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। আগামী ২২ সেপ্টেম্বর ভোররাত ৪টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর পরে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে আসলে ১০ দিন হোটেলে কোয়ারেন্টিন এর প্রয়োজন হবে না। তবে বাংলাদেশ থেকে আসার সময় পিসিআর টেস্টের প্রয়োজন হবে এবং কোভিড টেস্ট এর ফলাফল নেগেটিভ হতে হবে অন্যথায় প্লেনে উঠতে দেওয়া হবে না।

তবে এর আগে যারা যুক্তরাজ্যে থেকে দেশে গিয়েছেন এবং ২২শে সেপ্টেম্বর সকাল ৪ টার আগে যুক্তরাজ্য ত্যাগ করবেন তাদের জন্যে কোনো সুখবর নেই। তাদের অবশ্যই রেড লিস্ট রুল মেনে চলতে হবে। যুক্তরাজ্যে যাওয়ার আগেই ১০ দিনের জন্য হোটেল বুক করতে হবে। পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকলেও এই শর্ত প্রযোজ্য হবে।

যুক্তরাজ্যে যাওয়ার আগে ৩ দিনের মধ্যে এবং কোয়ারেন্টিনের শুরুতে ও শেষে করোনার পরীক্ষা করাতে হবে। সেই সঙ্গে প্যাসেঞ্জার লোকেটর ফরম পূরণ করতে হবে।

এর পরিপ্রেক্ষিতে দেশে যাওয়া বাংলাদেশীরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। একই সাথে তাদের ক্ষেত্রে ও একই আইন কার্যকর করার জোর দাবি জানিয়েছেন।

গত ৬ সেপ্টেম্বর দ্বিপাক্ষিক ভার্চুয়াল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যুক্তরাজ্যের রেড লিস্ট থেকে বাংলাদেশের নাম সরিয়ে নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে অনুরোধ জানিয়েছিলেন।

লাল তালিকা মুক্ত বাংলাদেশ। হতাশ রেড লিস্টের আইনে যাওয়া যাত্রীরা !

অনুগল্প।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *