কানাইঘাটের নিখোঁজ নৌকার মাঝির লাশ উদ্ধার।
সিলেট প্রতিনিধিঃ
নৌকা বাইচ থেকে ফেরার পথে সিলেটের কানাইঘাটের মানিকগঞ্জ বাজার সংলগ্ন সুরমা নদীতে বলগেটের সাথে সংঘর্ষে বাইচ নৌকার নিখোঁজ মাঝি জসিম উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার গাছবাড়ী বাজার এলাকার দক্ষিণ রাজপুর নামক সুরমা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জসিম জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সরুখেল গ্রামের মুহিবুর রহমানের ছেলে।
কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম পিপিএম জানান, ‘গাছবাড়ী বাজারের পাশর্বর্তী সুরমা নদী থেকে জৈন্তাপুর উপজেলার নৌকা বাইচের মাঝি জসিম উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য, গত বুধবার জকিগঞ্জের আটগ্রাম থেকে নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে কানাইঘাট সুরমা নদী হয়ে জৈন্তাপুর ফেরার পথে মানিকগঞ্জ বাজার সংলগ্ন সুরমা নদীতে বিপরীত দিক থেকে আসা বলগেটের সাথে সংঘর্ষে বাইচের নৌকাটি পানিতে ডুবে যায়। এতে ৫ জন আহত অবস্থায় করা হলেও নিখোঁজ ছিলেন মাঝি জসিম উদ্দিন।





