#ইসলাম ও জীবন দর্শন

অবশেষে বিশ্ববিদ্যালয়ে মসজিদ পেল মেরিল্যান্ডের শিক্ষার্থীরা।

বহু দিনের অব্যাহত প্রচেষ্টায় সফল হয়েছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের প্রিন্সজর্জ এলাকায় অবস্থিত ‘মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়’-এর শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের অনুমতির পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঝখানে সম্প্রতি তারা একটি মসজিদ উদ্বোধন করেছেন। এখন থেকে ক্যাম্পাসে অবস্থানকারী সব মুসলিম এখানে নামায আদায় করতে পারবেন। ২০ বছর আগে কিছু মুসলিম শিক্ষার্থী নামাজের মুসল্লার জন্য আবেদন করেছিল। ২০১৭ সাল থেকে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের সংগঠন ‘মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠানটির অভ্যন্তরে মসজিদ প্রতিষ্ঠা নিয়ে কাজ করে আসছিল।

গত কয়েক বছরে মসজিদ নির্মাণ তহবিলে তারা অন্তত দুই লাখ মার্কিন ডলার অনুদান সংগ্রহ করে, সে অর্থ দিয়েই মসজিদটি নির্মিত হলো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *